মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাঁধ নির্মাণ কাজে অনিয়ম সহ্য করা হবে না : শামীম

সুনামগঞ্জ প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, হাওরের মানুষ হাসিমুখে তাদের শ্রম-ঘামে উৎপাদিত বোরো ফসল যাতে ঘরে তুলে নিয়ে যেতে পারেন, সেটাই চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে প্রতি বছর প্রায় শত কোটি টাকা ব্যয় করে হাওরগুলোতে ফসল রক্ষাবাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ সাধারণ মানুষের বাঁচা-মরার সঙ্গে যুক্ত। যে কারণে এগুলো নির্মাণের ক্ষেত্রে কঠোর তদারকি করছে সরকার। কোনো পর্যায়ে বিন্দুমাত্র অনিয়ম, অবহেলাকে সহ্য করা হবে না। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সর্বশেষ খবর