কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ। এ নির্বাচন ঘিরে সম্প্রতি একাধিক সহিংস ঘটনা ঘটায় ভোটাররা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরির জন্য র্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং এবং আনসার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, উপজেলার তিন লাখ ৩৭ হাজার ভোটারের জন্য ১১৪টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে মোতায়েন রাখা হবে স্ট্রাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বারে নৌকা প্রতীকের জোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের রায়ে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা অবাধে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। একই কথা বলেন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের আবদুল আউয়াল সরকার এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুল হক খোকন। দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন, আমাদের ১২০০ বেশি সদস্য মাঠে থাকবেন। আশা করছি নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে পারব। এদিকে স্থানীয় আওয়ামী লীগ এমপির ভূমিকা নিয়েও দলীয় প্রার্থীর সমর্থকরা প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
দেবিদ্বারে উপনির্বাচন আজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে ভোটাররা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর