কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ। এ নির্বাচন ঘিরে সম্প্রতি একাধিক সহিংস ঘটনা ঘটায় ভোটাররা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরির জন্য র্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং এবং আনসার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, উপজেলার তিন লাখ ৩৭ হাজার ভোটারের জন্য ১১৪টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে মোতায়েন রাখা হবে স্ট্রাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বারে নৌকা প্রতীকের জোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের রায়ে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা অবাধে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। একই কথা বলেন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের আবদুল আউয়াল সরকার এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুল হক খোকন। দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন, আমাদের ১২০০ বেশি সদস্য মাঠে থাকবেন। আশা করছি নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে পারব। এদিকে স্থানীয় আওয়ামী লীগ এমপির ভূমিকা নিয়েও দলীয় প্রার্থীর সমর্থকরা প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা