কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ। এ নির্বাচন ঘিরে সম্প্রতি একাধিক সহিংস ঘটনা ঘটায় ভোটাররা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরির জন্য র্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং এবং আনসার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, উপজেলার তিন লাখ ৩৭ হাজার ভোটারের জন্য ১১৪টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে মোতায়েন রাখা হবে স্ট্রাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বারে নৌকা প্রতীকের জোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের রায়ে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা অবাধে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। একই কথা বলেন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের আবদুল আউয়াল সরকার এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুল হক খোকন। দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন, আমাদের ১২০০ বেশি সদস্য মাঠে থাকবেন। আশা করছি নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে পারব। এদিকে স্থানীয় আওয়ামী লীগ এমপির ভূমিকা নিয়েও দলীয় প্রার্থীর সমর্থকরা প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
শিরোনাম
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
দেবিদ্বারে উপনির্বাচন আজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে ভোটাররা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর