রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অ্যাসাইনমেন্টের নামে বাড়তি টাকা আদায়

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী সরকারি কলেজের এইচএসসি (বিএম) শাখায় অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়প্রতি ৪০ টাকা করে ৪০০ এবং ব্যবহারিক ১৫০ টাকাসহ ৫৫০ টাকা আদায় করছে। করোনা পরিস্থিতিতে এ টাকা দিতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। এ টাকা না দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতা দেওয়া হচ্ছে না-এমন অভিযোগ পরীক্ষার্থীদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এইচএসসি পরীক্ষার্থী আতিক, ওবায়দুল্লাহ, নাঈম, রাকিব, সাকিল, আতিকা ও রাকিবুল বলেন, গত বছর ফরম পূরণের সময় সব টাকা পরিশোধ করার পরও এখন অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক মিলে অধ্যক্ষ স্যার ৫৫০ করে টাকা নিচ্ছেন। করোনাকালে কষ্ট হলেও বাধ্য হয়েই টাকা দিতে হচ্ছে। তাদের দাবি, কলেজ সরকারি কিন্তু টাকা দিতে হয় বেসরকারি কলেজের চেয়ে বেশি। আমতলী সরকারি কলেজের প্রভাষক সাইফুল আলম সুমন টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

সর্বশেষ খবর