পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ফরিদপুরের চরাঞ্চলের ২০১টি পরিবার ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। গতকাল এ সংযোগ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এর মধ্যে ১৯৭টি পরিবার, একটি বাণিজ্যিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে এ সংযোগ দেওয়া হয়। এ উপলক্ষে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন। জীবনে প্রথমবারের মতো চরে বিদ্যুৎ সংযোগ পেয়ে চরবাসীর খুশির সীমা নেই। তারা আজকের এ দিনটিকে ঈদের দিন হিসেবে উল্লেখ করেছেন। চর এলাকায় ঘুরে এলাকাবাসীর মনে খুশির ঝিলিক দেখা গেছে। ওই এলাকার বাসিন্দা গৃহবধূ লাবনী বেগম (২৪) জানান, মনে হচ্ছে আজ ঈদের দিন। সকাল থেকে পোলাপানদের চোখে-মুখে খুশির ঝলক দেখে আনন্দে বুক ভরে গেছে। আমাদের ঘরে বিদ্যুতের আলো জ্বলবে তা তো ভাবতেই পারছি না। সব যেন স্বপ্নের মতো মনে হয়। পালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রানী আক্তার (১৩) বলে, কি যে খুশি লাগছে তা বোঝাতে পারব না। এতদিন শহরের মানুষরা শুধু বিদ্যুৎ জ্বালতে পারত। এখন আমরাও পারব। গৃহবধূ মুক্তা খাতুন বলেন, সবচেয়ে সুবিধা হবে পোলাপানদের। তারা বিদ্যুতের আলোতে পড়তে পারবে। কৃষক মো. ফজলুর রহমান বলেন, চাষের জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হতো। এতে প্রতিদিন ৫ লিটার তেল লাগত। এখন আর তেল খরচ হবে না, বিদ্যুতের মোটর দিয়েই পানি দিতে পারব খেতে। অটোচালক মো. জালাল মোল্লা (৫৮) বলেন, এতদিন বিদ্যুৎ না থাকায় শহরে অটো চার্জ দিয়ে শহরেই চালাতে হতো। এখন বাড়িতে অটো বাইক চার্জ দিয়ে গ্রামেই ভাড়া মারতে পারব। এ আনন্দ ভাষায় বুঝাতে পারব না। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীর সংলগ্ন ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট ও ভূঁইয়াবাড়ী ঘাট এবং চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ঘাট ও গোপালপুর ঘাট থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে মোট ছয় কিলোমিটার পথ সাবমেরিন ক্যাবল টেনে চর এলাকায় এ বিদ্যুৎ প্রদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। গত ২০১৯ সালের ২২ ডিসেম্বর এ কাজ শুরু হয়। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক, চর ঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের ৩ হাজার ১৮৫ পরিবার, সদরপুর উপজেলার নাসিরপুর ও ঢেউখালী ইউনিয়নের ৬০০ পরিবার, ফরিদপুর সদরের ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের ১ হাজার ৮৮০ পরিবারসহ আরও কিছু এলাকা বিদ্যুতের আওতায় আসবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ