শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক পলক

ছাত্র পেটানো মামলায় শিক্ষকের কারাদন্ড

মাদরাসাছাত্রকে নির্যাতনের মামলায় মঈন উদ্দিন (৪২) নামে এক শিক্ষককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ গতকাল এ রায় দেন। মঈন উদ্দিন জেলা শহরের কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক। মামলার বিবরণে জানা যায়, ওই মাদরাসায় পড়ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আবদুল মালেকের ছেলে ইবরাহিম। শিক্ষক মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় তাকে শারীরিক নির্যাতন করেন। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল আওয়ামী লীগের অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য দুজন হলেন জাতীয় পার্টির শেখ ফয়জুল্লাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদ। উল্লেখ্য, ২৮ জানুয়ারি ঘুষ প্রদানের মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১১ এপ্রিল এ আসনে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।                -লক্ষ্মীপুর প্রতিনিধি

 

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুরে গতকাল বিকালে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা গোপন সূত্রে জানতে পারেন গোবিন্দপুরে বাল্যবিয়ের আয়োজন চলছে। স্থানীয় চাপাইর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান সেতুর মাধ্যমে কনেপক্ষের লোকজনকে ডেকে ইউএনও কার্যালয়ে হাজির করেন। এ সময় কনে পরিবারের সদস্যরা তাদের মেয়ের বাল্যবিয়ে দেবেন না মর্মে ইউএনওর কাছে মুচলেকা দেন। ফোনে বরপক্ষের লোকজনকে বাল্যবিয়ে না করার অনুরোধ করা হয়।         

                -কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর