মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নিজ ঘরে গৃহবধূকে জবাই

নাটোরের গুরুদাসপুরে নিজ ঘরে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে জবাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে উপজেলার উত্তর নারিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা একই এলাকার দিনমজুর নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। গাজীপুর : সদর উপজেলার বাঘেরবাজার এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে গতকাল শান্ত (০৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার সাদেক আলীর ছেলে। ধামরাই (ঢাকা) : উপজেলার বহুতকুল এলাকায় গতকাল মাছ ধরাকে কেন্দ্র করে আবদুল কাদের ফকির (৫৮) নামে আওয়ামী লীগের এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মেহেদী হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে। আটক মেহেদী একই গ্রামের আবদুল মান্নানের ছেলে। -প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব বন্ধ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কভিড-১৯ পরীক্ষার পিসিআর ল্যাব মেশিন ত্রুটির কারণে গতকাল থেকে বন্ধ রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো রূপগঞ্জে গাজী পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।            -নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবর থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উত্তোলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফেজ ছাব্বির আহম্মেদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য ১১ দিন পর গতকাল কবর থেকে উত্তোলন করা হয়েছে। ছাব্বির তারাবো পৌর এলাকার জামাল হোসেনের ছেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদ হোসেনের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়। গত ১০ মার্চ সিদ্ধিরগঞ্জের রসুলবাগ রওজাতুল উলুম মাদরাসার ছাদ থেকে ছাব্বিরের লাশ উদ্ধার করে পুলিশ।          -রূপগঞ্জ প্রতিনিধি

অর্পিত সম্পত্তির খাজনা কমানোর দাবি

ইজারা নেওয়া অর্পিত সম্পত্তির খাজনা কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। গতকাল মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ অর্পিত সম্পত্তি ইজারা গ্রহিতা কল্যাণ সমিতি নামের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, অর্পিত ইজারা মূল্য ছয় থেকে ১০  গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে আর কোনো কিছুর মূল্য এত বাড়েনি।    -নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর