বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

প্যারোলে মুক্ত হয়ে শপথ, ফের কারাগারে

বগুড়ায় প্যারোলে মুক্ত হয়ে শপথ নিয়ে আবার কারাগারে গেলেন কাউন্সিলর আমিনুল ইসলাম। ২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভা নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে জয়লাভ করেন তিনি। গতকাল বেলা ১টা ৩০মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি শপথ নেন কাউন্সিলর আমিনুল ইসলাম। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই মামলায় বগুড়ায় হাই কোর্টের নথি জালিয়াতি করে ‘ভুয়া আগাম জামিন’ আদেশ তৈরির মামলায় কাউন্সিলর আমিনুল ইসলামসহ ৩০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।        -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

আগুনে পুড়ল ২৮ দোকান, ৫০ রিকশা

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী বস্তি এলাকায় অগ্নিকান্ডে একটি গ্যারেজের অর্ধশত রিকশা ও ২৮টি দোকান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে অগ্নিকান্ডের খবর পাই। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অথবা মশার কয়েল থেকে আগুনের উৎস। এদিকে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ নছের মার্কেট এলাকায় একটি তুলার গুদামে গতকাল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

                -নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি

 

পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে দেবরাজ (২) ও নন্দিনী (৬) নামে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নন্দিনী রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে। জানা যায়, গতকাল সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যান। এ সময় নন্দিনী ও দেবরাজ পুকুর পাড়ে খেলছিল। পরে পুকুরে পড়ে যায় তারা। বিকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।-কলাপাড়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর