রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা’

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন,  বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র দিয়েছেন। যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তিনি গতকাল শরীয়তপুর শিল্পকলার মাঠে আলোচনা সভায় এসব কথা বলেন।

এর আগে নড়িয়া উপজেলা ও সখীপুর থানার প্রায় ৮০০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেন উপমন্ত্রী শামীম।

 মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দে’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন অপু এমপি ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।

সর্বশেষ খবর