বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ২৯ মার্চ ‘বাংলা চ্যানেল’ খ্যাত  টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ সাঁতরে পাড়ি দিয়েছেন গণপূর্ত অধিফতরের দুই প্রকৌশলী। তারা হলেন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাশ একটানা ৫ ঘণ্টা ২৪ মিনিট ও  উপ-বিভাগীয় প্রকৌশলী অর্ণব বিশ্বাস একটানা ৫ ঘণ্টা ৩০ মিনিট সাঁতরে ১৬.১ কিলোমিটার পাড়ি দেওয়ার এই কৃতিত্ব অর্জন করেন।

সকালে শাহ্ পরীর দ্বীপ থেকে সাঁতার (সিঙ্গেল ক্রস) শুরু করেন তারা। সাঁতারের আয়োজক ছিলেন ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী এবং রেকর্ডসংখ্যক ১৭ বার (এককভাবে সর্বোচ্চ পাড়ি দেওয়া সফল সাঁতারু) সাঁতারু লিপটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ্ পরীর দ্বীপ থেকে (সিঙ্গেল ক্রস) সাঁতার শুরু করে সেন্ট মার্টিন যান চারজন সাঁতারু। তারা হলেন পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস ও লিপটন সরকার। এরমধ্যে পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস ও লিপটন সরকার সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন। লিপটন সরকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা কয়েকজন সাঁতারু এই বিশেষ আয়োজনে অংশ নিয়েছি। পবিত্র কুমার দাশ ১৯৯৮ সালে এসএসসি এবং ২০০০ সালে এইচএসসি পাস করেন। তিনি ৩০তম বিসিএস এর সদস্য। অর্ণব বিশ্বাস যশোর জিলা স্কুল থেকে ২০০৩ সালে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০০৫ সালে এইসএসসি পাস করেন। পরে বুয়েট  থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। সম্প্রতি তিনি আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

সর্বশেষ খবর