নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া এলাকার নিজ বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় গতকাল রাণী সাহা (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রতি রাণী মাইলোড়া এলাকার দ্বীনেজ চন্দ্র সাহার স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
রতি রাণী দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে জানায় পরিবার।
পাশপাশি সংসারে নিয়মতি অভাব লেগেই ছিলো। পরিবারের লোকজনের ধারণা, এসব কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার এস আই রিশাদ আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি। আলপনা বেগম, নেত্রকোনা ১১/০৪/২১ ইং।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        