শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনাভাইরাসে মৃত্যুর ভয় নেই, আছে ক্ষুধার জ্বালা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

করোনাভাইরাসে মৃত্যুর ভয় নেই, আছে ক্ষুধার জ্বালা

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা। গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে খোলা আকাশের নিচে প্রতিবন্ধী এক দম্পতি বসে বসে টাকা গুনছেন। তার নাম এছাহাক (৪৫)। বাড়ি উত্তরবঙ্গে। টঙ্গীতে তাদের কোনো বাসা বাড়ি নেই। থাকেন মাজারে মাজারে। টঙ্গীতে তারা দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করেন। করোনা মহামারীর কারণে পুলিশ মাজারে থাকতে না দেওয়ায় তারা টঙ্গী রেলস্টেশনে অবস্থান নিয়েছেন। এছাহাক বলেন, করোনায় মৃত্যুর ভয় নেই, আছে পেটের ক্ষুধার জ্বালা। চারদিকে দোকানপাট বন্ধ, লোকজন নেই কেমনে দিন কাটব সেই চিন্তায় আছি। ভিক্ষা করে খাই, একদিন ভিক্ষা না করলে না খেয়ে থাকতে হবে। আজ সারাদিন বসা ছিলাম, সন্ধ্যায় একটু বের হয়ে কয়টা টাকা পেয়ে খাওয়া-দাওয়া করলাম। সারাক্ষণ তারা থাকেন ময়লা আবর্জনায়। ঘুমান রাস্তা-ঘাটে। এভাবেই কাটছে তাদের জীবন। আমরা করোনা ভয় পাই না। গরিবের আল্লাহ আছে। অনেক কথা কইলাম, এহন কিছু দিলে দেন ভাই। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, রেলস্টেশনে অনেক দরিদ্র মানুষ খোলা আকাশের নিচে একজন আরেকজনকে ঘেঁষে রাস্তার ওপর শুয়ে আছে। করোনা কি জিনিস তা এরা বুঝে না। কেউ বুঝলেও, এতে তাদের ভয় নেই। ময়লা আবর্জনা আর রাস্তা-ঘাটে রাত কাটায় তাদের করোনায় ধরে না। এই রেলস্টেশনে কত মানুষ খেয়ে না খেয়ে ঘুমায়।

সর্বশেষ খবর