রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অর্থমন্ত্রীর সহায়তায় আইসিইউ

লাকসাম ও লালমাই প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি নিজ নির্বাচনী এলাকার তিনটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছেন। মহামারী করোনাকালে তার এমন উদ্যোগে খুশি গ্রামীণ জনপদের মানুষ। আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় জেলার নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাইয়ের বাগমারা হাসপাতালে আইসিইউ স্থাপনের কাজ চলছে।

পাশাপাশি করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অন্য চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। তিনটি হাসপাতালে আইসিইউ স্থাপন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পর আগামী এক সপ্তাহের মধ্যে অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সে একযোগে উদ্বোধন করার কথা রয়েছে। নাঙ্গলকোট স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব জানান, এখানে আইসিইউ শয্যা স্থাপনের কাজ চলমান। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। নাঙ্গলকোটের ইউএনও লামইয়া সাইফুল বলেন, করোনাকালে উপজেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউ স্থাপন প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগের কারণে করোনা আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন। এ জন্য তিনি উপজেলাবাসীর পক্ষে অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ খবর