ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নে একটি সেতুর দুই পাশ মাটি দিয়ে ভরাট করে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সেতুর দুই পাশে মাটি ভরাট করে বাড়ি ও ধর্মীয় মক্তব বানানো হচ্ছে। ওই সেতুটি উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই ও কাহেতুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে। অভিযোগের তীর কাহেতুড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মলাই মিয়া, জাকির হোসেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই ও কাহেতুড়া গ্রামের ওই সেতুর নিচ দিয়ে মাটি দিয়ে পাড় তৈরি করে ভরাট করছে। কাহেতুড়া ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও কয়েকজন প্রভাবশালী মিলে গত কয়েক দিন ধরেই মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এতে এ এলাকার কৃষি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এছাড়া সেতুর নিচ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি তোলে অন্যত্র সরিয়ে নেওয়ায় চরম হুমকিতে পড়েছে সেতুর কয়েকটি পিলার। স্থানীয়দের দাবি, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাহেতুড়া গ্রামের অহিদ মিয়া বলেন, ইউপি সদস্য মলাই মিয়া সেতুর কাছে একটি ভবন করবে, তাই তিনি এক পাশ ভরাট করছেন। অপরদিকে জাকির মিয়া এক পাশ ভরাট করে বাড়ি করবেন। তাই তিনিও ভরাট করছেন। এ গ্রামের একমাত্র পানি নিষ্কাশনের স্থল হলো এই সেতুটি। এই সেতুর দুই পাশ মাটি দিয়ে বন্ধ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এমনকি কৃষিজমির হুমকিসহ নানা সমস্যার মুখে পড়বে কৃষকরা। কাহেতুড়া গ্রামের ইউপি সদস্য মলাই মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার জায়গায় মাটি ফেলেছি। সেতুর নিচের জায়গা আমার পৈতৃক সম্পত্তি। আমি সেতুর কাছে একটি ভবন তৈরি করব। পানি প্রবাহ বন্ধ হয় এমন কাজ আমি করছি না। আরেক অভিযুক্ত মো. জাকির হোসেন জানান, আমি সেতুর আশপাশে একা ভরাট করছি না। বর্তমান মেম্বার সবার আগে পূর্বদিক ভরাট করছেন, তাই আমিও করছি। তিনি আরও জানান, আমি এখানে বাড়ি করব। এতে সেতুর নিচ ভরাট হলে সেতুর জন্য ভালো হবে। কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওয়াস আলী জানান, কুন্ডা ইউনিয়নে রাস্তার দুই পাশে কৃষিজমি নষ্ট করে গত তিন মাসে প্রায় ৫০টি পুকুর খনন করা হয়েছে। কাহেতুড়া গ্রামের কাছে একটি সেতুর দুই পাশে মাটি ভরাট করা হচ্ছে। মাসিক মিটিংয়ে আলোচনা করা হলে এখন পর্যন্ত কৃষিজমি ভরাট বন্ধ করা ও সেতুর দুই পাশ উদ্ধার করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কুন্ডা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে খবর নিতে বলেছি।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক