বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

২২ কিলোমিটার সড়কের সংস্কার কাজের দরপত্র বাতিল

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রানীনগর-আবাদপুকুর হয়ে কালীগঞ্জ যাওয়ার সড়ক সংস্কার কাজের দরপত্র বাতিল করেছে সড়ক ও জনপথ অধিদফতর, সওজ। ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের প্রশস্ত ও নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র বাতিল করা হয়েছে। এতে করে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের মেয়াদ আরও একধাপ বৃদ্ধি পেল। গত সোমবার নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তিপত্র বাতিল করে। এই কাজটি প্রায় ৪ কোটি টাকা জরিমানা হিসেবে আর্থিক দন্ডে দন্ডিত করেছে ওই প্রতিষ্ঠানকে।  জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জনগুরুত্বপূর্ণ রানীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২ কিলোমিটার সড়কটির প্রশস্ত এবং মজবুত পাকাকরণের জন্য গত ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয়। দীর্ঘ ২২ কিলোমিটার সড়কের ২৬টি কালভার্ট ও ৪টি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা। এই কাজের সময় দেওয়া হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে কয়েকটি কালভার্ট ও সেতুর কাজ এখনো সম্পন্ন করা হয়নি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম না মেনে কাজ করায়, কাজে চরম গাফিলতি ও নির্ধারিত সময় শেষে একাধিকবার সতর্ক করার পরও বর্ধিত সময়েও কাজ শেষ না করায় ও নানা অনিয়মসহ বিভিন্ন কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তিপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪ কোটি টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর