রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বাজেটে সব শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছি তাতে সহায়ক হবে। বাজেটে সব শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে। মহামারী করোনার কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী এ বাজেট দিয়েছেন। গতকাল নড়িয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। -শরীয়তপুর প্রতিনিধি

 

অপহরণের পর মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. রানা (২৭)। রানার সহযোগী মো. জাকির, জাকিরের স্ত্রীসহ অন্য একজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া শফিকুল ইসলাম (৩৪) শ্রীপুরের কর্ণপুর গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অপহৃতের ছোট ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে গত শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন। পরে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অপহৃতের ভাই মো. রুহুল আমিন জানান, শুক্রবার সকালে তার বড় ভাই বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে ভগ্নিপতি নুরুল হুদার মোবাইল ফোনে শফিকুলকে অপহরণ করে অজ্ঞাত একটি স্থানে আটকে রাখা হয়েছে এবং তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করে।                 -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর