তেঁতুলিয়ায় আমন ধানের বীজ পাচ্ছে না কৃষক। এখন আমন ধান বীজ রোপণের সময়। বোরো ধান ঘরে তোলার পর পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার ধানচাষিরা এখন আমন ধান রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন। জমি তৈরি করার জন্য চাষাবাদ শুরু করেছেন। আমন ধানের চারা তৈরির সময় চলে যাচ্ছে। কিন্তু ভালো ধানের বীজ পাচ্ছেন না তারা। অনেকে তাকিয়ে আছেন কৃষি অফিসের দিকে। অনেক চাষিই কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বীজ সংগ্রহ করেন। কারণ কৃষি অফিসের বীজ অন্যান্য বীজের থেকে ভালো মানের। জানা গেছে বীজ দিতে পারছে না তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। কৃষি সম্প্রসারণ অধিদফতর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে বীজ সংগ্রহ করে নির্ধারিত চাষিদের কাছে সরবরাহ করে। এ বছর আমন মৌসুমে বীজ ফেলার সময় পেরিয়ে গেলেও এখনো বিএডিসি বীজ প্রদান করেনি। কর্তৃপক্ষ জানায় প্রত্যেক ইউনিয়নে চারজন কৃষককে প্রদর্শনী আকারে চাষ করার জন্য সার ও বীজ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কৃষককে আমনের বীজ দেওয়া হয়। এসব বীজ গবেষণালব্ধ ও উন্নতমানের। তাই কৃষকরাও চায় এই বীজ সংগ্রহ করে আমন চাষ করতে। চাষিরা বলছেন, বাজারে বিভিন্ন বেসরকারি কোম্পানির বীজ পাওয়া যায়। এসব বীজ অনেক সময় গজায় না। ধানের ফলনও ভালো হয় না। তাই তারা সরকারি অধিদফতরের বীজ চায়। ভজনপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, সরকারি অধিদফতর থেকে যে বীজ দেওয়া হয় তা উন্নতমানের। আমি বোরোধানের বীজ পেয়েছিলাম। আবাদ ভালো হয়েছে। তাই আমন ধানের বীজের জন্য যোগাযোগ করেছি। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদফতর বীজ দিতে পারছেন না। তারা বলছেন এখনো বীজ আসেনি। সময় চলে যাচ্ছে তাই বাজার থেকেই সংগ্রহ করতে হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি আমনের বীজ আমাদেরকে আমনের বীজ দেওয়ার কথা। তাদের বার বার অনুরোধ জানানো হয়েছে ।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা