তেঁতুলিয়ায় আমন ধানের বীজ পাচ্ছে না কৃষক। এখন আমন ধান বীজ রোপণের সময়। বোরো ধান ঘরে তোলার পর পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার ধানচাষিরা এখন আমন ধান রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন। জমি তৈরি করার জন্য চাষাবাদ শুরু করেছেন। আমন ধানের চারা তৈরির সময় চলে যাচ্ছে। কিন্তু ভালো ধানের বীজ পাচ্ছেন না তারা। অনেকে তাকিয়ে আছেন কৃষি অফিসের দিকে। অনেক চাষিই কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বীজ সংগ্রহ করেন। কারণ কৃষি অফিসের বীজ অন্যান্য বীজের থেকে ভালো মানের। জানা গেছে বীজ দিতে পারছে না তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। কৃষি সম্প্রসারণ অধিদফতর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে বীজ সংগ্রহ করে নির্ধারিত চাষিদের কাছে সরবরাহ করে। এ বছর আমন মৌসুমে বীজ ফেলার সময় পেরিয়ে গেলেও এখনো বিএডিসি বীজ প্রদান করেনি। কর্তৃপক্ষ জানায় প্রত্যেক ইউনিয়নে চারজন কৃষককে প্রদর্শনী আকারে চাষ করার জন্য সার ও বীজ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কৃষককে আমনের বীজ দেওয়া হয়। এসব বীজ গবেষণালব্ধ ও উন্নতমানের। তাই কৃষকরাও চায় এই বীজ সংগ্রহ করে আমন চাষ করতে। চাষিরা বলছেন, বাজারে বিভিন্ন বেসরকারি কোম্পানির বীজ পাওয়া যায়। এসব বীজ অনেক সময় গজায় না। ধানের ফলনও ভালো হয় না। তাই তারা সরকারি অধিদফতরের বীজ চায়। ভজনপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, সরকারি অধিদফতর থেকে যে বীজ দেওয়া হয় তা উন্নতমানের। আমি বোরোধানের বীজ পেয়েছিলাম। আবাদ ভালো হয়েছে। তাই আমন ধানের বীজের জন্য যোগাযোগ করেছি। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদফতর বীজ দিতে পারছেন না। তারা বলছেন এখনো বীজ আসেনি। সময় চলে যাচ্ছে তাই বাজার থেকেই সংগ্রহ করতে হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি আমনের বীজ আমাদেরকে আমনের বীজ দেওয়ার কথা। তাদের বার বার অনুরোধ জানানো হয়েছে ।
শিরোনাম
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
আমন বীজ পাচ্ছেন না কৃষক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর