করোনাভাইরাস প্রতিরোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় শুরু হয়েছে আরটি পিসি আর টেস্ট। গতকাল স্থলবন্দর চত্বরে এই টেস্ট শুরু হয়। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই টেস্ট করা হচ্ছে। জানা গেছে প্রতিদিন ২০ জনের আরটি পিসি আর টেস্ট করা হবে। বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।
প্রতিদিন সহস্রাধিক ট্রাকচালক যাতায়াত করছেন এই বন্দরে। অনেকে কয়েকদিন অবস্থানও করছেন। ফলে করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই বন্দর। স্থানীয়দের অভিযোগ ভারতীয় ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছেন তারা। এসব দিক বিবেচনা করে আরটি পিসি আর টেস্ট শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর ঝুঁকিপূর্ণ বিবেচনায় এই টেস্ট শুরু করা হয়েছে। দুজন স্বাস্থ্যকর্মী স্থলবন্দরে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিয়োজিত আছেন। লোকবল সংকট আছে আমাদের। তাই আপাতত ২০ জনের টেস্ট করা হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        