সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

জামালপুরে জ্বর-সর্দির ওষুধ সংকট

জামালপুর প্রতিনিধি

জামালপুরে জ্বর-সর্দির ওষুধ সংকট

জামালপুরে করোনা সংক্রমণের পাশাপাশি হঠাৎ করে বেড়ে গেছে সর্দি জ¦রের প্রকোপ। জ¦র সর্দি কাশি নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে পরিচিত প্যারাসিটামল জাতীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়েছে রোগীরা। অনেকেই ওষুধ কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন সর্দি জ্বরের প্রকোপ কিছুটা বেড়ে যাওয়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ কেনাতে সাময়িক সংকট তৈরি হয়েছে, তবে খুব শিগগিরই বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকবে। জামালপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, সেই সঙ্গে হঠাৎ করে বেড়ে গেছে সর্দি জ¦রের প্রকোপও। অনেকেই জ¦র, সর্দি, কাশি নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। সর্দি জ¦রের প্রাথমিক চিকিৎসা হিসেবে সবাই প্যারাসিটামল গ্রুপের ওষুধই সেবন করে থাকে। কিন্তু দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানিসহ অন্যান্য কোম্পানির প্যারাসিটামল জাতীয় ওষুধের সরবরাহ হঠাৎ করে কমে যাওয়ায় ফার্মিসিগুলোতে এসব ওষুধের সংকট তৈরি হয়েছে। জেলায় করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং সেইসঙ্গে সর্দি জ¦রের প্রকোপ বাড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সাধারণ সর্দি জ¦র থেকে নিরাময়ের জন্য বিভিন্ন ফার্মেসিতে ঘুরেও প্যরাসিটামল জাতীয় ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন ক্রেতারা। কোম্পানিগুলো ওষুধের অর্ডার নিলেও প্যারাসিটামল গ্রুপের ওষুধ সরবরাহ করতে পারছে না।

যতটুকু সরবরাহ হয় তাও প্রয়োজনের তুলনায় খুবই কম আবার দামেও বেশি। নামি-দামি কোম্পানি ছাড়া অন্যান্য প্যারাসিটামল জাতীয় ওষুধের কিছুটা সরবরাহ থাকলেও সেসব ওষুধ সেবনে আগ্রহ কম রোগীদের। তাই অন্যান্য কোম্পানিগুলোর প্যারাসিটামল জাতীয় ওষুধের প্রচার ও চাহিদা কম থাকায় সেগুলোর সরবরাহও বেশ কম। ক্রেতারা বলছেন কদিন যাবত শহরের বিভিন্ন ফার্মেসি ঘুরেও সর্দি, জ্বরের ওষুধ পাচ্ছি না, আবার হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা রোগী মনে করায় সেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়।  জামালপুর ওষুধ প্রশাসন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গৌরী রানী বসাক জানান, সাম্প্রতিক সময়ে সর্দি জ¦রের প্রকোপ বেড়ে যাওয়ায় এবং প্রয়োজনের তুলনায় অনেকেই বেশি পরিমাণে ওষুধ কেনায় সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই প্যারসিটামল গ্রুপের ওষুধের সরবরাহ স্বাভাবিক হবে। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানিয়েছেন, বাজারে প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকটের কথা জানার পর সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং করা হয়েছে। তবে জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত প্যারাসিটামল গ্রুপের ওষুধ মজুদ রয়েছে। আশা করি এ ধরনের সংকট থাকবে না।

সর্বশেষ খবর