সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

৩৮ মণের ‘বেনাপোলিয়ন’ দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ

বেনাপোল প্রতিনিধি

৩৮ মণের ‘বেনাপোলিয়ন’ দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ

স্বল্প একটা পরিসরে ছোট একটি ঘর। তার পাশেই গোয়ালঘর। এখানেই থাকে ৩৮ মণ ওজনের গরু ‘বেনাপোলিয়ন’। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো বেনাপোলিয়নকে লালন-পালন করেছেন কৃষক আকরাম আলী। সামনের কোরবানিতে বেনাপোলিয়নকে বিক্রির প্রস্তুতি নিয়েছেন তিনি। বিশালাকার এই গরু দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার শত শত মানুষ। যশোরের বেনাপোল শহর থেকে চার কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে বেনাপোলিয়ন নামের একটি গরু প্রস্তুত করেছেন কৃষক আকরাম আলী ও তার স্ত্রী। কালো রঙের গরুটিকে পাঁচ বছর ধরে সন্তানের মতো লালন-পালন করে আসছেন তিনি। এটির ওজন ৩৮ মণ। কৃষক আকরাম সামনের কোরবানিতে বিক্রি করতে গরুটির দাম হাঁকিয়েছেন ৩০ লাখ টাকা। তিনি জানান, গত পাঁচ বছর ধরে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুসি, চিঁটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুঁড়া খাওয়ানো হয় বেনাপোলিয়নকে। ৩০ লাখ টাকা হলে আমি গরুটি বিক্রি করব। বেনাপোলিয়নকে কেউ কিনতে চাইলে ০১৯১৭৯১৮৭৮১ নম্বরে কৃষক আকরাম আলীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেনাপোলের ভেটেরিনারি ডা. মো. আবদুল্লাহ বলেন, প্রায় তিন বছর ধরে গরুটিকে আমি চিকিৎসা দিয়ে আসছি।

অভাবী কৃষক আকরাম আলী অনেক বেশি যত্ন নিয়ে গরুটি লালন-পালন করেছেন। এই কোরবানি ঈদে গুরুটি বিক্রি করবেন। যদি ন্যায্য দাম পান তাহলে অনেক উপকার হবে অভাবী আকরাম আলীর।

সর্বশেষ খবর