সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

খানাখন্দের সড়কে জনদুর্ভোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

খানাখন্দের সড়কে জনদুর্ভোগ

নীলফামারী জেলার ডোমার থেকে চিলাহাটি পর্যন্ত ১৮ কিলোমিটার পাকা সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান, অটোবাইক, মটর সাইকেলে হাজার হাজার স্থানীয় বাসিন্দাকে উপজেলা ও জেলা শহরে যেতে হচ্ছে। চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় এই সড়কটির ব্যস্ততম সড়কের একটি। চলমান বর্ষায় একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পথচারিদের। সড়কের দুই পাশে অসংখ্য বাঁশঝাড়, পুকুর, আঁকাবাঁকা পথ রয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে যাওয়া লোকাল বাসের চালক রুমান মালেক বলেন, এ সড়কটি পর্যাপ্ত চওড়া  না হওয়ায় গত ৮ বছর থেকে বিআরটিসি ও লোকাল বাসগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে বাস শ্রমিকরা বেকার হয়ে জীবনযাপন করছে। এরপরেও সড়কটির পুনঃসংস্কারসহ আঁকাবাঁকা বাঁকগুলো সোজা ও সড়কটি চওড়া না করায় বাস চলাচল বন্ধই আছে। চিলাহাটি বাজারের ব্যবসায়ী গুলজার হোসেন বলেন, এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন চিলাহাটি থেকে ডোমার পর্যন্ত ১৬ থেকে ২০টি ঢাকাগামী কোচ চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা লেগেই থাকছে। স্থানীয় এলাকাবাসীর দাবি শিগগিরি সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়বে। 

সর্বশেষ খবর