সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে বিপাকে নিম্নআয়ের মানুষ

দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো দিনাজপুরেও চলছে কঠোর লকডাউন। এতে বিপাকে পড়েছেন এ জেলার নিম্নআয়ের মানুষ। কীভাবে সংসার চালাবেন এ নিয়ে চিন্তায় ভাঁজ পড়েছে তাদের কপালে।

দিনাজপুরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার মোড়ে কিংবা বাজারের পাশে বসে আছেন জুতা, তালা-চাবি মেরামত কিংবা ছাতার কারিগর। একদিকে থেমে থেমে বৃষ্টি অন্য দিকে লকডাউন, ফলে বাজারে নেই মানুষের ভিড়। মানুষ যদি না থাকে তাহলে আমাদের কী হবে, কীভাবে চলবে সংসার- বললেন তারা। হাকিমপুর উপজেলার মাঝিনা গ্রামের জুতার কারিগর রাজেস খান্না কাজের জন্য বসেন হিলি বাজারের পাশে। তিনি বলেন, মানুষজন না থাকায় খুব কষ্টে আছেন। লকডাউনের কারণে কোনো কাজও নেই। আমার পরিবারে চারজন সদস্য। সবাই আমার আয়ের ওপর নির্ভরশীল। তাই বসে আছি, যদি কিছু আয় হয় সে আশায়। দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার মুকুন্দ জানান, লোকজন না থাকলে আমাদের আয় হবে কীভাবে। তাদের মতো একই অবস্থা জেলার সব জুতার কারিগরের। ছাতা কারিগর আবদুল মাবুদ বলেন, বর্ষা মৌসুম চলছে। তারপরও কাজ নেই। লকডাউনের কারণে মানুষ বের হন না। আমরা এবার সাহায্য-সহযোগিতাও পায়নি।

সর্বশেষ খবর