সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে কারখানা শ্রমিককে পিটিয়ে জখম

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী মরকুন মোল্লার গেরেজ এলাকায় আকিজ গ্রুপের আকিজ ব্রেকারস কারখানায় জাবেদ হোসেন  নামে এক শ্রমিককে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত জাহিদ কৌশলে কারখানা থেকে সটকে পড়েন। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে। এ ঘটনার পর কারখানার লোকজন আহত জাবেদকে   উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা  গেছে, গতকাল দুপুরে কারখানার পাশে  শিলমুন ঝুগিবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা জাকিরের ভাই অভিযুক্ত জাহিদ একই কারখানায় কাজ করেন। কাজ করাকালীন সময়ে বিস্কুট তৈরির কেমিক্যাল অহেতুক ফেলে দেন জাহিদ। এ সময় পাশের শ্রমিক জাবেদ বিষয়টি দেখে বাধা দেন। এ নিয়ে উভয়ের কথাকাটাকাটির একপর্যায় জাহিদ জাবেদকে চড় থাপ্পড় মারে। এ সময়  কারখানার লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর জাবেদ বাথরুমে যাওয়ার সময় ফের জাহিদ পিছন থেকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ বিষয়ে অভিযুক্ত জাহিদ এর সঙ্গে যোগাযোগ করলে রড দিয়ে পিটানোর বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। স্থানীয় এলাকাবাসী বলছেন, জাহিদ এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ ব্যাপারে আকিজ গ্রুপের আকিজ ব্রেকারস কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আমরা অফিসিয়ালি কঠোর ব্যবস্থা নেব। কারখানার ভিতরে জাহিদ একজন শ্রমিককে রড দিয়ে পিটিয়ে আহত করেছে এটা মারাত্মক অন্যায়। এদিকে পুলিশ বলছেন, কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা না নিলে, আমরা ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর