বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের আমির উদ্দিন নামের যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ২৫০ শয্যা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমির উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০ সাল থেকে আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালের কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনার লকডাউনের পর থেকে সঙ্গে আর দেখা হয়নি।

প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।  ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত সোমবার রাতে তার বুক ব্যথা শুরু হলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ খবর