শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় চার সিএনজি যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় চার সিএনজি যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা রংপুরের দিক থেকে পলাশবাড়ীর দিকে আসছিল। পথে পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রংপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রী মারা যান। এতে আরও তিন যাত্রী আহত হয়েছেন।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অপরদিকে, সকালে গোবিন্দগঞ্জ উপজেলায় ফুটবল খেলতে মাঠে যাবার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পন্ডিতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৫) ও খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবদুস সালাম (২৪)।

সর্বশেষ খবর