শিরোনাম
রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

ভাঙ্গা প্রতিনিধি

সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর সড়কের নগরকান্দা উপজেলার শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, শশা ব্রিজসংলগ্ন সড়কের পাশে প্যালাসাইডিং না থাকায় এবং দীর্ঘদিন একটানা প্রবল বৃষ্টি হওয়ায় সড়কের কিছু অংশ ধসে গেছে। ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা সদরে এসে চলে গেছে ঢাকা-খুলনা মহাসড়কের কাইলার মোড় পর্যন্ত। এ ছাড়া নগরকান্দা সদর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড় হয়ে ঢাকা ও গোপালগঞ্জের মুকসুদপুরসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায় এ সড়ক দিয়ে। ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ‘ফরিদপুর-নগরকান্দা সড়কের শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।’           

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর