বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

দিনাজপুর প্রতিনিধি

করোনা মোকাবিলায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি দিনাজপুর জেলার ১৩ উপজেলায় কর্মহীন, দিনমজুর, গরিব, এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৬৬ পদাতিক ডিভিশনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল দিনাজপুর সদর উপজেলার শহরের বালুবাড়ী পানির ট্যাংকি মাঠ প্রাঙ্গণে কর্মহীন ও দুস্থ অসহায়দের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়ার তত্ত্বাবধানে সেনাবাহিনীর প্রধানের নির্দেশে এবং ১৬ পদাতিক  ব্রিগেডের অধীনস্ত ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসির নেতৃত্বে করোনা সহায়তার অংশ হিসেবে দিনাজপুর শহরের বালুবাড়ী পানির ট্যাংকি মাঠ প্রাঙ্গণে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সাবান ও খাবার স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।  মেজর আবদুল্লাহ-আল-ইমরান জানান, দেশের করোনা পরিস্থিতির উন্নত না হওয়া পর্যন্ত কর্মহীন, দিনমজুর, গরিব, এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গত ৬ জুলাই হতে শুরু হওয়া এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর