শিরোনাম
শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

২২০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ২ হাজার ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের নির্দেশনায় বিতরণ করা হয়। বাঞ্ছারামপুর পৌর কার্যালয়ের সামনে এবং বিভিন্ন ওয়ার্ডে গতকাল পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে এগুলো বিতরণ করা হয়। পৌরসভা কার্যালয়ে বাঞ্ছারামপুরের মেয়র তফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম। উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা পবিত্রচন্দ্র মন্ডল প্রমুখ। ১ হাজার ৮০০ লোকের প্রত্যেককে ১০ কেজি চাল ও ৪০০ লোকের প্রত্যেককে নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।                 -বাঞ্ছারামপুর প্রতিনিধি

ডা. প্রাণ গোপালকে জড়িয়ে সংবাদ প্রচারে থানায় জিডি

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. প্রাণ গোপাল দত্তকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন চান্দিনা উপজেলা কৃষক লীগের এক নেতা। ওই নিউজ পোর্টাল ও তার ফেসবুক আইডির বিরুদ্ধে চান্দিনা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল জিডি করেন।  ফয়সাল বারী মুকুল বলেন, ডা. প্রাণ গোপাল দত্তকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল এসব নিউজ আপলোড দিয়ে আসছে। তার সামাজিক ও রাজনৈতিক সম্মান রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি করি। চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) নূরুল বাশার বলেন, চান্দিনা থানায় গত বুধবার সাধারণ ডায়েরি করা হয়। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, চান্দিনা আওয়ামী লীগ নেতা পাঁচবারের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যুর শোক এখনো কাটেনি। এরই মধ্যে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারে লিপ্ত হয়েছে।            - কুমিল্লা প্রতিনিধি

 

বসুরহাটে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ কর্মী করিম উদ্দিন শাকিল (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। শাকিল বসুরহাট পৌর ছাত্রলীগের সদস্য। তিনি ৯ নম্বর ওয়ার্ডের মোস্তফা ড্রাইভারের নতুন বাড়ির মো. সেলিমের ছেলে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিবাড়িতে তাকে গুলি করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে তাকে ও তার খালাতো ভাই রাহাতকে এবং ছাত্রলীগ কর্মী শাকিলকে হত্যার হুমকি দেন কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেল। হুমকির দুই দিন পর কেচ্ছা রাসেলের নেতৃত্বে কাদের মির্জার অনুসারীরা শাকিলের ওপর হামলা চালান। এ সময় কেচ্ছা রাসেলের গুলিতে শাকিল আহত হন। তার দুই পায়ে গুলি লেগেছে।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। -নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর