কোনোভাবেই থামছে না তিস্তা নদীর ভাঙন। এই নদীর ভাঙনের কবলে পড়ে কাঁদছে তিস্তাপাড়ের মানুষ। প্রতিদিনই সহায় সম্বল হারানো মানুষের কান্নায় তিস্তা অববাহিকার আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রভাবিত হলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। নিম্নাঞ্চল থেকে পানি সরে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে নদী পাড়ের মানুষ। গতকাল দুপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত তিন দিনে তিস্তার ভাঙনে অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তবে ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে তিস্তা নদীর ভাটিতে থাকা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দেয়। জানা গেছে ভারতের সিকিম উপত্যকা থেকে সৃষ্ট তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারতের অংশে ভারত সরকার বাঁধ নির্মাণ করে তিস্তা নদী একতরফাভাবে ব্যবহার করছে। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে কোনো পানি থাকে না। মরুভূমিতে পরিণত হয় তিস্তা আবার বর্ষাকালে অতি বর্ষণের ফলে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলাসহ নীলফামারী রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ বেড়ে গিয়ে পরদিন শুক্রবার ভোরে বিপদসীমা অতিক্রম করে। সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় পানি কিছুটা কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার পানি কিছুটা কম থাকলেও গতকাল দুপুর থেকে পানি আবারও বাড়ছে শুরু করেছে। দুপুরের পর থেকেই পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্যারাজ রক্ষার্থে সব জলকপাট খুলে দেওয়া হয়। ফলে তিস্তা নদীর ডান তীরে লালমনিরহাটের পাঁচটি উপজেলার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল