কোনোভাবেই থামছে না তিস্তা নদীর ভাঙন। এই নদীর ভাঙনের কবলে পড়ে কাঁদছে তিস্তাপাড়ের মানুষ। প্রতিদিনই সহায় সম্বল হারানো মানুষের কান্নায় তিস্তা অববাহিকার আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রভাবিত হলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। নিম্নাঞ্চল থেকে পানি সরে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে নদী পাড়ের মানুষ। গতকাল দুপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত তিন দিনে তিস্তার ভাঙনে অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তবে ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে তিস্তা নদীর ভাটিতে থাকা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দেয়। জানা গেছে ভারতের সিকিম উপত্যকা থেকে সৃষ্ট তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারতের অংশে ভারত সরকার বাঁধ নির্মাণ করে তিস্তা নদী একতরফাভাবে ব্যবহার করছে। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে কোনো পানি থাকে না। মরুভূমিতে পরিণত হয় তিস্তা আবার বর্ষাকালে অতি বর্ষণের ফলে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলাসহ নীলফামারী রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ বেড়ে গিয়ে পরদিন শুক্রবার ভোরে বিপদসীমা অতিক্রম করে। সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় পানি কিছুটা কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার পানি কিছুটা কম থাকলেও গতকাল দুপুর থেকে পানি আবারও বাড়ছে শুরু করেছে। দুপুরের পর থেকেই পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্যারাজ রক্ষার্থে সব জলকপাট খুলে দেওয়া হয়। ফলে তিস্তা নদীর ডান তীরে লালমনিরহাটের পাঁচটি উপজেলার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
শিরোনাম
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
থামছে না তিস্তার ভাঙন
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর