মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন

গতকাল দুপুরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) পাঁচ আদিবাসী পরিবারের সবজি বাগানের ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিয়েছে। শহরের থানা মোড়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দাবি করা হয় শেরপুরের শ্রীবরদী উপজেলার বনাঞ্চল বালিজুড়ি গারো খ্রিস্টান পাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের তিন নারী ও আরও দুই আদিবাসি নারী দীর্ঘদিন ধরে নানা ফসল, সবজি ও সুপারি বাগান করে আসছিল। গত ১২ আগস্ট বন বিভাগ অন্যায়ভাবে ওই ফসলের গাছ কেটে ফেলে। এতে ওই পাঁচ পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাগাছাস ওই পাঁচ পরিবারের ক্ষতিপূরণ ও সাত দাবি পূরণের প্রতিশ্রুতি চেয়ে এই কর্মসূচি পালন করেছে। আদিবাসীদের প্রথাগত ব্যবহৃত ও ঐতিহ্যবাহী ভূমি থেকে বন বিভাগ কর্তৃক উচ্ছেদ তালিকা বাতিল করতে হবে। আদিবাসীদের প্রথাগত ঘর নির্মাণে বাধা প্রদান বন্ধ করতে হবে। আদিবাসীদের বাগান ও বৃক্ষরোপণে বাধা দেওয়া যাবে না। বন বিভাগ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাগানের ক্ষতিপূরণ ও অভিযুক্ত বনকর্মকর্তা রবিউল ইসলামসহ সহযোগীদের শাস্তি প্রদান করতে হবে। দুই শতাধিক গারো ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা (বাগাছাস)-এর সভাপতি অভিষেক দিও ও জীবন ম্রং। বক্তব্য শেষে শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন। ওই অঞ্চলের বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জহুরের দাবি, সরকার বিশাল অঙ্কের টাকা খরচ করে সরকারি বনের জায়গা আকাশ মণি ও ঔষধি গাছের বাগান করেছে। সম্প্রতি কিছু লোকজন সরকারি বাগানের মধ্যে জায়গা দখল করে সবজি বাগান করে সরকারি বাগানের ক্ষতি করছে। সরকারি নির্দেশ ও সরকারি স্বার্থ রক্ষা করতেই সব করা হয়েছে। জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ বলেছেন, মানবাধিকার রক্ষার্থে ঘরবাড়ি ভাঙা যাবে না। তবে চাষবাসের নামে বনের জমি কাউকে দখল করতে দেওয়া হবে না।

সর্বশেষ খবর