মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার জুশুরগাও এলাকায় রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূ রাবেয়ার (২২) স্বামী নজরুল ইসলামকে আটক করেছে। স্থানীয়রা জানান, ফরিদপুরের সালথা উপজেলার সাইদ শেখের মেয়ে রাবেয়ার সঙ্গে নগরকান্দার আ. হালিমের ছেলে নজরুল ইসলামের পাঁচ মাস আগে বিয়ে হয়। তারা শ্রীনগর উপজেলার জুশুরগাও এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। রবিবার দিবাগত রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ভাড়াবাসা থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করে। এ সময় নজরুল দাবি করেন, তার স্ত্রী ফাঁস নিয়েছেন। পুলিশ জানায়, মৃতের নাক ও মুখে রক্তের চিহ্ন রয়েছে। শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভুঞা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।  -মুন্সীগঞ্জ প্রতিনিধি

গাছে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

রাঙামাটির মানিকছড়ির আর্শিনগর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় জয় দে (২৩) নামে এক পুলিশ সদস্যের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। পুলিশ জানায়, মানিকছড়ির আর্শিনগর এলাকায় পুলিশ ফাঁড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন জয় দে। পরে সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, ঝুলন্ত অবস্থায়ই তার মৃত্যু হয়েছে। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল জানান, জয় দে রবিবার রাতে তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। সোমবার সকালে হাজিরা দিতে আসেননি তিনি। তাকে ডাকতে পাঠালে রুমেও পাওয়া যায়নি। তার ধারণা প্রেমঘটিত কারণে জয় দে আত্মহত্যা করেছেন।              -রাঙামাটি প্রতিনিধি

ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) পাঁচ আদিবাসী পরিবারের সবজি বাগানের ক্ষতিপূরণ চেয়ে গতকাল মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিয়েছে। শহরের থানা মোড়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দাবি করা হয় শেরপুরের শ্রীবরদী উপজেলার বনাঞ্চল বালিজুড়ি গারো খ্রিস্টান পাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের তিন নারী ও আরও দুই আদিবাসি নারী দীর্ঘদিন ধরে নানা ফসল, সবজি ও সুপারি বাগান করে আসছিল। গত ১২ আগস্ট বন বিভাগ অন্যায়ভাবে ওই ফসলের গাছ কেটে ফেলে। এতে ওই পাঁচ পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাগাছাস ওই পাঁচ পরিবারের ক্ষতিপূরণ ও সাত দাবি পূরণের প্রতিশ্র“তি চেয়ে এই কর্মসূচি পালন করেছে। আদিবাসীদের প্রথাগত ব্যবহৃত ও ঐতিহ্যবাহী ভূমি থেকে বন বিভাগ কর্তৃক উচ্ছেদ তালিকা বাতিল করতে হবে। আদিবাসীদের প্রথাগত ঘর নির্মাণে বাধা প্রদান বন্ধ করতে হবে।      -শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর