শিরোনাম
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তেঁতুলিয়ায় হচ্ছে আদিবাসী পল্লী

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়ায় হচ্ছে আদিবাসী পল্লী

চারপাশে বিস্তীর্ণ চা-বাগান। বাগানের ভিতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা। পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা ডাহুক নদী। প্রকৃতির মায়াময় দৃষ্টিনন্দন পরিবেশ। এমন একটি অপার সৌন্দর্যঘেরা সমতলভূমিতে গড়ে উঠছে মুজিব শতবর্ষ ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লী। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় ডাহুক নদীর তীরে গড়ে উঠছে এই আদিবাসী পল্লী। এই পল্লী গড়ে ওঠার মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার শতভাগ আদিবাসী তাদের বসবাসের জন্য বাড়ি পাচ্ছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে গড়ে উঠছে এই পল্লী। এই পল্লীতে ১৮টি আদিবাসী পরিবার বাড়ি পাবে। পর্যটন এবং আদিবাসী সংস্কৃতিকে সংরক্ষণের কথা মাথায় রেখে এই গৃহায়ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।  জানা গেছে, আদিবাসীরা অধিকাংশই চা-বাগানের শ্রমিক। চা-বাগানের ঝুপড়ি তুলে তারা বসবাস করতেন। নিজের বাড়িঘর বলতে কিছুই ছিল না। তেঁতুলিয়ায় ৮০টি আদিবাসী পরিবার রয়েছে। এর আগে ৬২টি পরিবারকে বাড়ি বরাদ্দ দিয়ে আশ্রয়ণ করা হয়েছে। বাকি ১৮টি  আদিবাসী পরিবার মুজিব শতবর্ষ আদিবাসী পল্লীতে পরিবার পরিজনসহ বসবাস করবেন। এখানে সরকারি খরচে ঘর করে  দেওয়ার পাশাপাশি থাকবে বিদ্যুৎ ব্যবস্থা, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশন। আদিবাসীদের ধর্মীয় প্রার্থনার  জন্য গড়ে তোলা হবে নান্দনিক গির্জা। থাকবে পাঠাগার। আদিবাসীদের শিশুদের জন্য গড়ে তোলা হবে স্কুল। ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের জন্য প্রতিষ্ঠা করা হবে আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। বসবাসকারী আদিবাসীদের কর্মসংস্থানের জন্য তাদের কমিউনিটি ট্যুরিজমের আওতায় আনা হবে। প্রতিষ্ঠা করা হবে লোক জাদুঘর। পর্যটকদের জন্য থাকবে গোলঘর, উন্মুক্ত ব্রিজ  ও থাকার ব্যবস্থা। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতির নানা অনুষঙ্গ পরিবেশন করবে আদিবাসী শিল্পীরা। মাঝিপাড়া এলাকার রতন সরেন জানান, নিজের বাড়ি হবে এটা কখনই ভাবিনি। চায়ের বাগানে পরিবার- পরিজন নিয়ে অনেক কষ্টে থাকতাম। বাড়ি পেয়ে সুখে বুক ভরে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতভাগ গৃহায়ণ প্রকল্পে এই প্রথম আদিবাসীদের শতভাগ আশ্রয়ণ সম্পন্ন হলো। এই পল্লী গড়ে উঠলে আদিবাসীদের শতভাগ গৃহায়ণে নতুন দিগন্তের সূচনা করবে।

সর্বশেষ খবর