টানা দেড় মাস লকডাউনের পর হাঁফ ছেড়েছেন ভ্রমণ পিপাসুরা। ইট-দালানের ঘর থেকে বেরিয়ে তারা ছুটে আসছেন প্রকৃতির পানে। ঘুরে বেড়াচ্ছেন এক সাগর থেকে আরেক পাহাড়ে। গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। সরেজমিন লাউয়াছড়া, বধ্যভূমি ৭১ ও বিভিন্ন চা- বাগান ঘুরে দেখা যার এমন চিত্র। পরিবার-পরিজনদের সঙ্গে এসেছে শিশু-কিশোররাও। তারা ঘুরে ঘুরে দেখছেন শ্রীমঙ্গলের প্রকৃতিক সৌন্দর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আনিছুল আলম জানান, তারা প্রতি বছরই ভ্রমণে বের হন। কিন্তু লকডাউনের কারণে গত দেড় বছর ধরে কোথাও যাওয়া হয়নি। লকডাউন উঠে যাওযায় শ্রীমঙ্গলে এসেছেন। প্রকৃতির সান্নিধ্যে এসে খুব ভালো লাগছে। একই কথা জানালেন ঢাকার খিলগাঁত্ত থেকে আসা ব্যবসায়ী শেখ মোহাম্মদ জিহাদুল ইমান শুভ। তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে এখানে এসেছেন। দুই দিন থেকে এখানকার পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। পর্যটকরা উপভোগ করছেন চা-বাগানের সৌন্দর্য। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ৭১। নিচ্ছেন রমেশ রাম গৌড়ের সাত কালারের চায়ের স্বাদ। আর শিশু-কিশোররা ঘুরে ঘুরে দেখছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিড়িয়াখানার বন্যপ্রাণী। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রহমান বলেন, গত ২০ আগস্ট থেকে লাউয়াছড়া পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা উদ্যানে আসছেন। গত সাত দিনে লাউয়াছড়ায় ২ হাজার ৩১৩ জন পর্যটন প্রবেশ করেছেন। গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহম্মেদ বলেন, পর্যটকরা আসতে শুরু করেছেন। তার রিসোর্টে ৯০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
শিরোনাম
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর