টানা দেড় মাস লকডাউনের পর হাঁফ ছেড়েছেন ভ্রমণ পিপাসুরা। ইট-দালানের ঘর থেকে বেরিয়ে তারা ছুটে আসছেন প্রকৃতির পানে। ঘুরে বেড়াচ্ছেন এক সাগর থেকে আরেক পাহাড়ে। গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। সরেজমিন লাউয়াছড়া, বধ্যভূমি ৭১ ও বিভিন্ন চা- বাগান ঘুরে দেখা যার এমন চিত্র। পরিবার-পরিজনদের সঙ্গে এসেছে শিশু-কিশোররাও। তারা ঘুরে ঘুরে দেখছেন শ্রীমঙ্গলের প্রকৃতিক সৌন্দর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আনিছুল আলম জানান, তারা প্রতি বছরই ভ্রমণে বের হন। কিন্তু লকডাউনের কারণে গত দেড় বছর ধরে কোথাও যাওয়া হয়নি। লকডাউন উঠে যাওযায় শ্রীমঙ্গলে এসেছেন। প্রকৃতির সান্নিধ্যে এসে খুব ভালো লাগছে। একই কথা জানালেন ঢাকার খিলগাঁত্ত থেকে আসা ব্যবসায়ী শেখ মোহাম্মদ জিহাদুল ইমান শুভ। তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে এখানে এসেছেন। দুই দিন থেকে এখানকার পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। পর্যটকরা উপভোগ করছেন চা-বাগানের সৌন্দর্য। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ৭১। নিচ্ছেন রমেশ রাম গৌড়ের সাত কালারের চায়ের স্বাদ। আর শিশু-কিশোররা ঘুরে ঘুরে দেখছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিড়িয়াখানার বন্যপ্রাণী। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রহমান বলেন, গত ২০ আগস্ট থেকে লাউয়াছড়া পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা উদ্যানে আসছেন। গত সাত দিনে লাউয়াছড়ায় ২ হাজার ৩১৩ জন পর্যটন প্রবেশ করেছেন। গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহম্মেদ বলেন, পর্যটকরা আসতে শুরু করেছেন। তার রিসোর্টে ৯০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
পর্যটকে মুখর শ্রীমঙ্গল
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর