টানা দেড় মাস লকডাউনের পর হাঁফ ছেড়েছেন ভ্রমণ পিপাসুরা। ইট-দালানের ঘর থেকে বেরিয়ে তারা ছুটে আসছেন প্রকৃতির পানে। ঘুরে বেড়াচ্ছেন এক সাগর থেকে আরেক পাহাড়ে। গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। সরেজমিন লাউয়াছড়া, বধ্যভূমি ৭১ ও বিভিন্ন চা- বাগান ঘুরে দেখা যার এমন চিত্র। পরিবার-পরিজনদের সঙ্গে এসেছে শিশু-কিশোররাও। তারা ঘুরে ঘুরে দেখছেন শ্রীমঙ্গলের প্রকৃতিক সৌন্দর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আনিছুল আলম জানান, তারা প্রতি বছরই ভ্রমণে বের হন। কিন্তু লকডাউনের কারণে গত দেড় বছর ধরে কোথাও যাওয়া হয়নি। লকডাউন উঠে যাওযায় শ্রীমঙ্গলে এসেছেন। প্রকৃতির সান্নিধ্যে এসে খুব ভালো লাগছে। একই কথা জানালেন ঢাকার খিলগাঁত্ত থেকে আসা ব্যবসায়ী শেখ মোহাম্মদ জিহাদুল ইমান শুভ। তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে এখানে এসেছেন। দুই দিন থেকে এখানকার পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। পর্যটকরা উপভোগ করছেন চা-বাগানের সৌন্দর্য। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ৭১। নিচ্ছেন রমেশ রাম গৌড়ের সাত কালারের চায়ের স্বাদ। আর শিশু-কিশোররা ঘুরে ঘুরে দেখছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিড়িয়াখানার বন্যপ্রাণী। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রহমান বলেন, গত ২০ আগস্ট থেকে লাউয়াছড়া পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা উদ্যানে আসছেন। গত সাত দিনে লাউয়াছড়ায় ২ হাজার ৩১৩ জন পর্যটন প্রবেশ করেছেন। গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহম্মেদ বলেন, পর্যটকরা আসতে শুরু করেছেন। তার রিসোর্টে ৯০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
পর্যটকে মুখর শ্রীমঙ্গল
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর