সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাস্তা সংস্কার ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণি হওয়ার পরও জরাজীর্ণ রাস্তাঘাট, যেখানে-সেখানে ময়লার ভাগাড়, অপরিচ্ছন্ন ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে পৌরবাসী। গতকাল সকালে দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউটের সম্মুুখ সড়কে পৌরসভার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার ও যানজট নিরসনের দাবিতে এ মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় দিনাজপুর পৌরসভার জরাজীর্ণ রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও যানজট নিরসনের দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা দিনাজপুরবাসীকে নিয়ে মানববন্ধন পালন করেছি।

যানজট ও আবর্জনামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর চাই। জনদুর্ভোগ লাঘবে ভাঙাচোরা রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ সার্বিক  পৌরসভার উন্নয়ন চাই। দিনাজপুর পৌরসভার বর্তমান অদক্ষ কর্তৃপক্ষের কারণে ঐতিহ্যবাহী দিনাজপুর শহর আজ তার ঐতিহ্য হারাতে বসেছে। এ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। দিনাজপুর পৌরসভার উন্নয়নে এবং আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে দিনাজপুরবাসীকে সঙ্গে নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তুলতে হবে। মানববন্ধনে দিনাজপুর ইনস্টিটিউটের সহসভাপতি অ ন ম গোলাম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বজলুল হক প্রমুখ।

সর্বশেষ খবর