শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তিনজনের নামে দুদকের মামলা

হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম

কুষ্টিয়া প্রতিনিধি

বাজার দরের চেয়ে অধিক দামে যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক বর্তমানে অবসরপ্রাপ্ত ডা. আবু হাসানুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। অপর দুই আসামি হচ্ছেন নিমিউ অ্যান্ড টিসি, মহাখালী ঢাকার অবসরপ্রাপ্ত সাবেক অ্যাসিস্ট্যান্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আবদুল কুদ্দুস এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজ কেশবপুর মোড়, রাজশাহীর প্রোপ্রাইটার জাহেদুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থবছরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতি বাজার দরের চেয়ে অধিক দর দেখিয়ে ক্রয় করেছেন। এর মাধ্যমে সরকারি ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাৎ করেছেন তারা।

সর্বশেষ খবর