বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

২০০ শিশুকে শামীম ওসমানের উপহার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সামর্থ্যহীন ২০০ শিশুকে নতুন পোশাক উপহার দিয়েছেন শামীম ওসমান এমপি (নারায়ণগঞ্জ-৪), তার স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এবং ছেলে ইমতিনান ওসমান অয়ন। গতকাল সকালে নগরীর নিতাইগঞ্জ শীতলক্ষ্যা এলাকার একটি পূজা মন্ডপে এক অনুষ্ঠানে তাদের পক্ষে শিশুদের এই উপহার পৌঁছে দেন যুবলীগ নেতা আহমেদ কাউসার।          -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

জিডি করায় এক পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করায় সন্ত্রাসীরা এক পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে। সোমবার রাতে রূপগঞ্জ ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন বারেক, হাসেম ও কাশেম। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে পানির পাইপ সংস্কার নিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে পশ্চিমপাড়ার নূর হোসেনকে হুমকি দেন বারেক মিয়া। এ ঘটনায় নূর রূপগঞ্জ থানায় জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে বারেক লোকজন নিয়ে নূরের পরিবারের ছয় সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই রূপগঞ্জ থানায় মামলা হয়। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।       -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চট্টগ্রামে বন্ধ হচ্ছে করোনা আইসোলেশন সেন্টার

চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে। ফলে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া করোনা আইসোলেশন সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে সেন্টারগুলো আবারও চালু করার পরিকল্পনা আছে হাসপাতাল কর্তৃপক্ষের।

জানা যায়, গত এপ্রিল মাসে করোনা দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ৬০ শয্যার হলি ক্রিসেন্ট হাসপাতাল এবং ৬০ শয্যার রেলওয়ে হাসপাতালকে প্রস্তুত করা হয়। সেখানে উপজেলা থেকে জনবল ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে চিকিৎসার উপযোগী করে তোলা হয়। একই সময় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের লালদীঘি পাড়ে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত করে। তবে ক্রমান্বয়ে করোনার প্রকোপ কমে যাওয়ার পর থেকে আস্তে আস্তে সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০০ শয্যার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালু আছে।   -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর