নওগাঁর পোরশার ওপর দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকারের মহোৎসব চলছে। ছোট ফাঁসের গড়া জাল, বেড় জাল, ভাসা জাল ও বেহুন্দি জাল ও কারেন্ট বা সুতি জালসহ নানা ধরনের অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। এসব অবৈধ জালে ধরা পড়ে প্রতিদিনই অসংখ্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে। মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, অবাধে মাছের পোনা নিধনযজ্ঞ বন্ধ না হলে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। পোরশা উপজেলার একমাত্র নদী পুনর্ভবা। এ নদীর কয়েকটি শাখা প্রবাহমান খাল রয়েছে। এছাড়া কয়েকটি খাল ঘুরে দেখা যায় বিভিন্ন খালের বিস্তীর্ণ এলাকাজুড়ে খুঁটি গেড়ে ছোট ফাঁসের জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। নদীতে নৌকা দিয়ে অবৈধ ওইসব জাল দিয়ে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব। এসব অবৈধ জাল দিয়ে জেলেরা পোয়া, টেংরা, গুলিশা, রিঠা, আইড়, পাঙাশ, কাচকি, চাপিলা, চাপিদা, ভাটা, বায়লা, পুঁটি, বাইম ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছোট ফাঁসের এসব জালে আটক করছে। ক্ষুদ্রাকৃতির এসব পোনা মাছ কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। এতে করে দেশের নদ-নদী ও খাল-বিলে দেশীয় মাছের প্রকট সংকট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের নাকের ডগায় পোনানিধনযজ্ঞ অনেকটা ওপেনসিক্রেট হলেও সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিস যেন নির্বিকার। পুনর্ভবা নদী থেকে উপজেলা মৎস্য অফিস মাত্র এক কিলোমিটার। তবুও নজর নেই মৎস্য কর্মকর্তাদের। উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জেলেরা অবৈধ সুতি জাল দিয়ে পোনা মাছ নিধন করছেন স্বীকার করে বলেন, আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। এতো দিন কেন কোনো ব্যবস্থা নেননি জানতে চাইলে মৎস্য কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।
শিরোনাম
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
অবৈধ জাল দিয়ে মাছ শিকারের মহোৎসব
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর