সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তিন নেতার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ তিন নেতার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়া উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি অভিযোগ করে বলেন, জেলা সাধারণ সম্পাদক সদর উপজেলা  চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু এবং কালিয়া উপজেলা সভাপতি এস এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ মিলে মনোনয়ন বাণিজ্য করেছেন। 

ইউনিয়নগুলোতে প্রকৃত  নেতা-কর্মীদের দলীয় মনোনয়ন না দিয়ে অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতের লোকদের মনোনয়নের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হচ্ছে।  গত শনিবার বিকালে কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল প্রসঙ্গে কবিরুল হক মুক্তি বলেন, দলের সদস্য হিসেবে আমি মিটিংয়ে যাই। সেখানে গিয়ে দেখি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে যারা আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষকে মোটা অঙ্কের টাকা দিয়েও মূল্যায়ন (প্রার্থী হিসেবে) পাচ্ছেন না; তারাই ক্ষিপ্ত হয়ে ওই বর্ধিত সভা পন্ড করে দিয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বর্ধিত সভায় ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ করলেও কবিরুল হক মুক্তি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি প্রশাসনসহ নেতা-কর্মীরা অবগত আছেন।

সর্বশেষ খবর