সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অস্ত্রসহ দুই ডাকাত আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮-৯ জনের একটি ডাকাত দল স্থানীয় লক্ষ্মীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। ডাকাত দলের সদস্য সজল ও রাজীবকে অস্ত্রসহ আটক করে।

একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাতদের রাতেই পুলিশে দেয় জনতা। আগ্নেয়াস্ত্রসহ আটক সজল বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রাজীব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। তারা দুজনই পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি অস্ত্রসহ দুই ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডাকাতদের বাড়ি পাংশা উপজেলায়। তারা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দুই জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে পাঁচজন ডাকাতকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামের পর্ণব দেবের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর