বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৮ জন শ্রমিক আহত হয়েছেন। এলাকাবাসী, কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক  তৈরি কারখানায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে ওই কারখানার ৩য় ও ৪র্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। শ্রমিকদের এ কর্মবিরতি কারণে ওই কারখানার ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো সকালে কাজে যোগদান করতে গিয়ে তারা কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের নোটিস দেখতে পান। সেখানে ৮৫ জনের নাম ও ছবিসহ টানিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর