রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কাদের মির্জার হাতে চার ব্যবসায়ী লাঞ্ছিত, মার্কেটে তালা

নোয়াখালী প্রতিনিধি

বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে চার ব্যবসায়ীকে মারধর ও এক মার্কেটে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসুরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কলেজ রোড ও বসুরহাট ব্যবসায়ী সমিতি অফিসের সামনে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ীরা হলেন মোহাম্মদ আলী (৬৮), রহমানিয়া ফার্মেসির আবদুর রহমান (৬৪) রহীম উল্যাহ রিটু (৩৪) কেবি সুজ শোরুমের মালিক মফিজুল হক মিন্টু (৫৯)। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, বসুরহাট রোডের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে অবস্থিত রহমানিয়া ফার্মেসিতে বেলা ১১টার দিকে ১০-১৫ জন অনুসারী নিয়ে উপস্থিত হন কাদের মির্জা। তিনি ওই ফার্মেসিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরীসহ বিএনপির কয়েকজন নেতার বসার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের মালিক আবদুর রহমান ও তার ছেলেকে মারধর করেন। এ ছাড়া কাদের মির্জার প্রতিপক্ষ গ্রুপের অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্নার বাবা মোহাম্মদ আলীকে তার দোকানের সামনে দোকানের জিনিসপত্র রাখার অভিযোগ তুলে মারধর করেন কাদের মির্জা।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কাদের মির্জার ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বলেন, ‘স্কাউট ভবনের মার্কেটে তালা দেওয়ার বিষয়টি শুনেছি। পরে এ বিষয়ে জানানো হবে।’

সর্বশেষ খবর