শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে কৈলাগ ও রাহেলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত শফি মিয়া (৫২) কৈলাগ গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, কৈলাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিয়ত আলী মিষ্টুর সঙ্গে সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শরিয়ত আলী মিষ্টুর বাড়ি ইউনিয়নের রাহেলা গ্রামে আর আলমগীর হোসেনের বাড়ি কৈলাগ গ্রামে। আলমগীর হোসেন রাহেলা গ্রামে তার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে গত বৃহস্পতিবার ওই এলাকার লালু এবং শাহিন নামে দুই ব্যক্তি রাস্তায় তাকে মারধর করে। আলমগীর তার বাড়িতে বিষয়টি জানালে রাতেই দুই গ্রামের লোক সংঘর্ষে জড়ান। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে গতকাল আবারও সংঘর্ষ বাধে। এ সময় বল্লমের আঘাতে শফি মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহত মস্তু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।               -কিশোরগঞ্জ প্রতিনিধি

 

পাঁচ তুলা গুদাম পুড়ে ছাই সাত শ্রমিক আহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় একটি তুলার কারখানায় গতকাল সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মিলের তুলা, তুলা তৈরির কাঁচামাল এবং পাঁচটি গুদামসহ মেশিনারিজ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার সাতজন শ্রমিক। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন এনামুল, মুসলিম, সাইফুল, এনামুল, সাখাওয়াত, নাহিদ ও রনি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে উত্তর লক্ষণখোলা এলাকার একটি তুলার কারখানায় আগুন লেগে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। কারখানা মালিক জুয়েল মিয়া বলেন, ভোর ৬টার দিকে শতাধিক শ্রমিক কাজে যোগ দেন। সকালে সাড়ে ৭টার দিকে কারখানায় আগুন ধরে যায়।     -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

টঙ্গী সেতুতে যান চলাচল শুরু হচ্ছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর ঝুঁঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষ পর্যায়ে। সেতুর ওপর পিচ ঢালাই দেওয়া হয়েছে। আজ রাত ১২টার পর থেকে যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে। সেতু বন্ধ থাকায় গতকাল ছুটির দিনেও টঙ্গীর বিভিন্ন স্থানে ছিল যানজট। গাজীপুরগামী পরিবহন কামাড়পাড়া ব্রিজ পার হয়ে মন্নুগেট দিয়ে প্রবেশ করছে। টঙ্গী ব্রিজের একপাশ দিয়ে মানুষ হেঁটে পারাপার হতে পাড়ছেন। বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, সেতুর ঝুঁঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষ। শনিবার রাত ১২টার পর যান চলাচলে কোনো বাধা থাকবে না। উল্লেখ্য, গত ৯ নভেম্বর টঙ্গী ব্রিজে ঝুঁঁকিপূর্ণ অংশ চিহ্নিত হয়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় ব্রিজের ঢাকামুখী চলাচল। ঢাকাগামী বিকল্প সড়ক হিসেবে বেইলি ব্রিজ এবং কামাড়পাড়া ব্রিজ পার হয়ে মন্নুগেট দিয়ে গাজীপুর প্রবেশ করছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

 

                -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর