সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সাভারে ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্ত্রী আটক

ঢাকার উপকণ্ঠে সাভারে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী স্বামীকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে আটক করে। শুক্রবার হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর ভাড়া বাড়িতে স্বামীকে গরম তেলে ঝলসে দেন স্ত্রী ফরিদা বেগম। ভুক্তভোগী স্বামী আমিনুর ইসলাম  ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বারসা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।   -সাভার প্রতিনিধি

স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় গৃহবধূ জোনাকী (২১) হত্যা মামলার মূল আসামি নিহতের স্বামী মো. সুজন মিয়াকে (৩৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সুজন মিয়া জামালপুর জেলার মেলান্দহ থানার মলিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, গত ২৭ নভেম্বর রাতে র‌্যাব-১ এর একটি দল  গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী সুজন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।      

                -গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২১ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘গ্রামবাসীর চলাচলে বাধা, ভোগান্তিতে ৫০ পরিবার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার রামিজ উদ্দিন সোহেল। প্রতিবাদপত্রে তিনি প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর