বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নদী ভাঙন রোধে সারা দেশে কাজ চলছে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মকভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীর প্রায় দুই বছরও স্বাস্থ্যবিধি মেনে সব প্রকল্পের কাজ চলছে। বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে, পাশাপাশি নতুন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। সারা দেশকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করার জন্যই এসব বিভিন্ন প্রকল্প করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙনের সমস্যা আর থাকবে না। গতকাল শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর