শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রেললাইনে হাঁটছিলেন ছয় বন্ধু, কাটা পড়লেন দুজন

টাঙ্গাইল প্রতিনিধি

রেললাইনে হাঁটছিলেন ছয় বন্ধু, কাটা পড়লেন দুজন

বিলে মাছ ধরার উদ্দেশে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে কালিহাতীতে আসেন ছয়জন। বিলের কাছে ট্রেন লাইনে হাঁটছিলেন তারা। এ সময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আরেকজন অল্পের জন্য বাঁচলেও আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬) ও একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলে মানিক (২৫)। তাদের সঙ্গী চানু মিয়া জানান, রাত ১১টার দিকে বাদল ও মানিকসহ ছয়জন বিলের পাশের রেললাইনে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে ট্রেন এসে বাদল আর মানিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সবুর বলেন, রাত ১টায় আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই অন্যরা লাশ দুটি নিয়ে গেছেন। মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুজনের লাশ বাড়ি নিয়ে আসেন সঙ্গে থাকা অন্যরা। তাদের মৃত্যুতে গ্রামে চলছে মাতম। গতকাল স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর