বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যকর্মী হত্যার বিচার দাবিতে আলটিমেটাম

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজস্টি সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের সেবা ব্যতীত অন্য সব ধরনের সেবাদান এ দিন বন্ধ রাখা হয়।

পরে জেলা প্রশাসকের কাছে দেওয়া হয় স্মারকলিপি। এ সময় হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অন্যথায় সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। স্বাস্থ্য বিভাগের আন্দোলনে একাত্মতা পোষণ করতে এসে জেলা বিএমএ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম ঘটনা আমাদের মর্মাহত করেছে। তাদের প্রশ্ন, এমন নিরীহ একজনকে কেন এভাবে প্রাণ দিতে হলো।

অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে সিসিটিভির কিছু ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে তা প্রক্রিয়াধীন আছে। গত মঙ্গলবার দুপুরে শহরের টাউন রোড এলাকায় রাস্তায় সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠালে তিনি সেখানে মারা যান।

সর্বশেষ খবর