বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রায় ১০ কোটি টাকা আয়বহির্ভূত সম্পদ থাকায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গতকাল মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, বগুড়া শহরের চকসূত্রপুর এলাকার শাহ আলমের ছেলে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ২০১৯ সালের ১৮ আগস্ট দুদকে সম্পদের বিবরণী দাখিল করেন।

ওই বিবরণীতে জমিক্রয়, অবকাঠামো নির্মাণ/ক্রয়, বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়সহ মোট ৪ কোটি ৫১ লাখ ৭৪ হাজার টাকা এবং গণপরিবহন ১৩টি বাস, দুটি মোটরসাইকেল, শেয়ার ক্রয়, দোকান ঘর লিজ, সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ডিপিএস ও চলতি হিসাব নম্বরের স্থিতিসহ মোট ১৫ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৭৪৬ টাকার সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সেখানে দুদুক কর্মকর্তারা তদন্তে নেমে আয়ের সঙ্গে অসংগতি পান।

 

সর্বশেষ খবর