শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অরক্ষিত পাঁচ লেভেল ক্রসিংয়ে ঝুঁকি

নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়ার আবদুলপুর থেকে রাজশাহী অভিমুখে রেললাইনের পাঁচটি লেভেল ক্রসিংয়ের সবকটি অরক্ষিত। এসব ক্রসিংয়ে গেটম্যান ও কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হয়নি। উন্মুক্ত রেলগেট দিয়ে যানবাহন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা এমনকি প্রাণহানিও ঘটছে।

স্থানীয়রা জানান, আবদুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর স্টেশনের দুই পাশের লেভেল ক্রসিংগুলো হলো মাড়িয়ার নিংটিপাড়া, হাড়ডাঙ্গী, মালিগাছা, গাঁওপাড়া ও ঝিনা। গত কয়েক বছরে মাড়িয়া নিংটিপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনজন। এ ছাড়া মাঝেমধ্যেই এ রেলগেটে গরু-ছাগলসহ বিভিন্ন জীবজন্তু ট্রেনে কাটা পড়ছে। হাড়ডাঙ্গী রেলগেট-সংলগ্ন চায়ের দোকানি জমসেদ আলী জানান, তিন বছর আগে তাঁর চোখের সামনে একটি ট্রলি ট্রেনের ধাক্কা খায়। ট্রলিচালকসহ অন্যরা ছিটকে পড়েন। এতে আবদুল খালেক সরকার নামে একজন মারা যান। তা ছাড়া ওই গেটে প্রায় প্রতি বছরই যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হন।

সর্বশেষ খবর