শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ শিলাবৃষ্টিতে কাঁচা বাড়ি-ঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোমস্তাপুর উপজেলায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।

ঘন্টাব্যাপি চলা এই শিলাবৃষ্টিতে কাঁচা বাড়ি-ঘর এবং ক্ষেতের সরিষা, পেঁয়াজ, বেগুন, কপি ও খেসারীসহ বিভিন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি জানান, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বেশ কিছু স্থানে শিলা বৃষ্টি হওয়ায় ৮১২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে পেকে যাওয়া সরিষার পাশাপাশি কিছুটা সব্জির ক্ষতি হয়েছে।  মূলত বালিয়াডাঙ্গা, মহারাজপুর, রানীহাটি, পাঁকা, ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নে শিলাবৃস্টি হওয়ায় এসব এলাকার ফসল কিছুটা ক্ষতি হয়েছে। তবে বৈশি^ক পরিবর্তন হওয়ায় শিলাবৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর