মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দালালের খপ্পরে পড়ে সন্তান বিক্রি ফিরে পেতে দম্পতির আকুতি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দালালের খপ্পরে পড়ে সন্তান বিক্রি ফিরে পেতে দম্পতির আকুতি

দালাল চক্রের প্ররোচনায় এক মা চার মাসের ছেলে বিক্রি করে নিজের ভুল বুঝতে পেরে সন্তান ফিরে পেতে চাচ্ছেন। চাঞ্চল্যকর ঘটনাটি উপজেলার সিদলা ইউনিয়নের টানসিদলা গ্রামের সুজন মিয়া দম্পতির। সুজন মিয়া (৩০) মৃত নন্দু মিয়ার ছেলে। তিনি চার বছর আগে ময়মনসিহের গফরগাঁও পৌর সদরের ইমামবাড়ী এলাকার রফিক মিয়ার মেয়ে তামান্না আক্তারকে (২২) বিয়ে করেন। তাদের দুই বছরের আরেকটি ছেলেসন্তান রয়েছে। সুজন ঢাকার তেজগাঁওয়ে সিএস গোডাউন রিলিফ পয়েন্টে চাকরি করেন। তামান্না ঢাকান্ডগফরগাঁও আসা-যাওয়ার পথে গফরগাঁও রেলস্টেশনের ‘রাজ্জাক রেস্টুরেন্টে’ খাওয়া-দাওয়ার করতেন। সেই রেস্টুরেন্টের মেসিয়ার রুবেলের স্ত্রী শিরিনের সঙ্গে তামান্নার সখ্য গড়ে ওঠে। ইতোমধ্যে তামান্নার আরেকটি ছেলের জন্ম হয়। নাম রাখা হয় নুরনবী। চার মাস বয়সী এ নুরনবীর প্রতি নজর পড়ে শিরিনের। ৮ জানুয়ারি তামান্ন গফরগাঁও বেড়াতে যান। ৯ জানুয়ারি শিরিন তামান্নাকে বিভিন্ন লোভে ফেলে গাজীপুরের কালাম নামে এক নিঃসন্তান দম্পতির কাছে তার চার মাসের ছেলেটাকে বিক্রি করে ২০ হাজার টাকা তামান্নাকে দেন। আরও টাকা দেওয়া হবে বলে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ছেলেকে নিয়ে যান।

এ সময় তামান্নাকে বিশেষ কিছু খাওয়ানোর কথা তিনি জানিয়েছেন।এদিকে তামান্না সন্তান হারিয়ে বেসামাল হয়ে পড়েন। সুজন মিয়াকে জানালে তিনি দ্রুত বাড়ি এসে ১৩ জানুয়ারি থেকে উপজেলার হাজিপুর বাজার ও গফরগাঁওয়ের কয়েকজন লোক নিয়ে ছেলেকে ফেরত আনার দেনদরবার করছেন। এদিকে গতকাল তামান্না এই প্রতিবেদককে জানন, ২০ হাজার টাকা দিলে ছেলেকে ফেরত দেওয়া হবে বলে দরবারে ফয়সালা হয়েছে। কিন্তু দরিদ্র তামান্নার পরিবারের কাছে এ টাকা না থাকায় তারা চরম হতাশায় দিনযাপন করছেন। তামান্না বলেন, ‘কীভাবে যে কী হয়ে গেল আমি বুঝতে পারছি না। আমি আমার সন্তান ফেরত চাই।’ দরিদ্র পরিবারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ খবর