মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাঘের শীতে রোগের প্রকোপ ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

প্রতিদিন ডেস্ক

মাঘের শীতে রোগের প্রকোপ ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

দেশের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে ঘন কুয়াশা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৭। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রোদের দেখা মিললেও পশ্চিমা হিমেল বাতাসে ম্লান হয়ে যাচ্ছে তাপমাত্রা। এদিকে শীতজনিত কারণে হাসপাতালগুলোতে রোগের প্রকোপ বাড়ছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। প্রতিনিধিদের পাঠানো খবর- পঞ্চগড় : হিমালয় থেকে আসা হিমশীতল বাতাসে ঠান্ডার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন থেকেই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় বেলা ১১টার আগে কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিরাজ করছে হতাশা। এদিকে তীব্র ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত রোগবালাই। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ঠান্ডাজনিত রোগ নিয়ে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ জন শিশু ও বৃদ্ধ হাসপাতালে ভর্তি হচ্ছেন। দিনাজপুর : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরের জনপদ। স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এক দিনের ব্যবধানে গতকাল সকালে দিনাজপুরে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সন্ধ্যার পর সড়কে মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। যাত্রী না থাকায় বিপাকে পড়েছেন ভ্যান-রিকশাচালকরা। দিনাজপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ আরও ২-১ দিন থাকতে পারে এবং আগামী ২৩ জানুয়ারি এ এলাকায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়। চুয়াডাঙ্গা : শীতের তীব্রতায় বিপাকে পড়েছে জেলার খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল জেলায় সর্বনিম্ন তাপামাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দু-একদিনে জেলার তাপমাত্রা আরও কম থাকতে পারে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের বেশির ভাগই শিশু ও বয়স্ক। প্রতিদিন হাসপাতালে অন্তত ৬০-৭০ জন রোগী ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিচ্ছে। কুড়িগ্রাম : গত কয়েক দিনের কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নিম্নগামী থাকায় উত্তাপ তেমন ছড়াতে পারে না। এ অবস্থায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

সর্বশেষ খবর